ব্ল্যাক ম্যাজিক নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ান মুভি
🎬🎬 মুভির নামঃ
The Queen of Black Magic / Ratu Ilmu Hitam (2019)
Genre: Horror, Mystery, Thriller
=> ব্ল্যাক ম্যাজিক নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ান মুভি !
📌📌 মুভির প্লটঃ
হানিফ এবং নাদিয়া তাঁর তিন ছেলেমেয়ে সান্ডি, হাকি আর দিনা কে নিয়ে একটা অনাথাশ্রমে যাচ্ছিলো ! কারণ হানিফ এতিম ছিল আর তাঁরা যে এতিমখানায় যাচ্ছে, সেখানেই সে অ্যাডপ্ট হওয়ার আগ পর্যন্ত ছিল এবং সেখানে তাঁকে অনাথাশ্রমের মালিক মিঃ বান্দি দেখাশোনা করতো ! মূলত মিঃ বান্দি অসুস্থ হয়ে পড়ায় হানিফ তাঁর সাথে দেখা করতে যাচ্ছে ! যাইহোক, যাত্রাপথে হটাৎ-ই হানিফের গাড়ির সামনে কিছু এসে পড়ে এবং চেক করলে দেখা যায় একটা হরিণ তাঁদের গাড়ির সাথে এক্সিডেন্ট করেছে ! যাইহোক, তাঁরা অনাথাশ্রমে পৌঁছে যায় ! সেখানে পৌঁছালে দেখা যায়, হানিফের ছোটবেলার বন্ধু অ্যান্টন এবং জেফ্রি এসেছে ! যাইহোক, দুইজন বাদে অনাথাশ্রমের বাকি সবাই নাকি একটা ট্যুরে গেছে তবে রাতেই ফিরে আসবে ! অনাথাশ্রমে যারা ছিল, মিঃ বান্দি সহ সবার সাথে বেশ ভালোই কথা হয় ! এরপর রাতে হানিফ তাঁর গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে আনতে গেলে দেখতে পায় তাঁর গাড়ির পিছনের দিকে রক্ত লেগে আছে সাথে কাপড়ের ছোট একটা টুকরাও আটকে আছে ! এটা দেখে হানিফ একটু ঘাবড়ে যায় কারণ আসার সময় তাঁর গাড়ির সাথে একটা হরিণ ধাক্কা খেয়েছিল ! তবে কী হরিণ ধাক্কা খায় নি ? হানিফ দ্রুত সেই স্পটে চলে যায় জেফ্রির সাথে ! সেখানে যেয়ে তাঁরা একটা মেয়ের লাশ খুঁজে পায় ! হানিফ এবার ধারণা করে নেয় যে সকালে তাঁর গাড়ির সাথে এই মেয়েটারই এক্সিডেন্ট হয়েছিলো ! একটু দূরেই হানিফ এটা বাস দেখতে পায় ! বাসে প্রবেশ করলে দেখা যায় সবাই মৃত ! আর মৃত্যুও ভয়ানক আর বেশ অদ্ভুতভাবে হয়েছে ! ব্যাপার কি ? যাইহোক, নেটওয়ার্ক প্রবলেমের জন্য হানিফ পুলিশ'কে ইনফর্ম করতে না পারায় অনাথাশ্রমে ফিরে আসে এবং ভাবে ওখানের ল্যান্ডলাইন থেকে পুলিশ কে ফোন করে জানাবে ! তো, হানিফ আর জেফ্রি মেয়েটার লাশটা নিয়ে অনাথাশ্রমে চলে যায় এবং হানিফ অ্যান্টন'কে সব কিছু বলে ! অ্যান্টন জানায়, অনাথাশ্রমের ল্যান্ডলাইনে সমস্যা হয়েছে কিন্তু সে পুলিশ স্টেশনে যেয়ে পুলিশ'কে ইনফর্ম করে আসবে ! পুলিশ স্টেশনে যাওয়ার পথে অ্যান্টন সেই স্পটে যায় যেখানে বাসটা রাখা ! সে বাসের মধ্যে প্রবেশ করলে হটাৎ-ই বাসের দরজা লক হয়ে যায় এবং বাসের মধ্যে থাকা মৃত মানুষেরা জীবিত হয়ে বীভৎস রূপ নিয়ে উঠে দাঁড়ায় এবং একটু পরেই ব্ল্যাক ড্রেস পরা একজন মহিলা'কে দেখা যায় ! মহিলা'টাকে দেখা গেলে বাসের সকল মানুষ পুনরায় নিজেদের জায়গায় চলে যায় এবং হটাৎ-ই কোথা থেকে যেন অনেক পোকামাকড় অ্যান্টনের মুখে ঢুকে তাঁকে ভেতর থেকেই খেয়ে ফেলে আর অ্যান্টন বীভৎসভাবে মারা যায় ! কে এই মহিলা ? আর অনাথাশ্রমের মানুষদের সাথেই তাঁর কী সম্পর্ক ? অনাথাশ্রমের আসল ঘটনা'টা কী ? আর পরবর্তীতে অনাথাশ্রমে থাকা বাকীদের-ই বা কী হয় ?
যারা এখনো মুভিটা দেখেন নি, দেখে নিতে পারেন ।
ধন্যবাদ ।